বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার
(last modified Tue, 14 Apr 2020 10:44:21 GMT )
এপ্রিল ১৪, ২০২০ ১৬:৪৪ Asia/Dhaka
  • রাশিয়ার মস্কোতে মাস্ক পরিহিত এক মহিলা বাসের জন্য অপেক্ষা করছেন।
    রাশিয়ার মস্কোতে মাস্ক পরিহিত এক মহিলা বাসের জন্য অপেক্ষা করছেন।

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২০ হাজার ৯১৮ জন এবং এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ৬৮৬ জন মারা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যার দিক থেকে আমেরিকা এখন বিশ্বের সব দেশ এবং জাতিকে ছাড়িয়ে গেছে।

আমেরিকা ভিত্তিক জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বিশ্বে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ২১৪টি দেশ এবং এলাকে আমেরিকা ছাড়িয়ে গেছে। গতকাল সোমাবার পর্যন্ত দেশটিতে ৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে  ৭১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছে এবং এ সময়ে ৫ হাজার ৩১৯ জনেরও বেশি মারা গেছে। করোনাভাইরাসে গতকাল পর্যন্ত ইতালিতে মারা গেছে ২০ হাজার ৪৬৫ জন,  ফ্রান্সে ১৪ হাজার ৯৬৭ জন, ব্রিটেনে ১১ হাজার ৩২৯ জন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দিয়ে বলেছেন, প্রয়োজন হলে এ কাজে সেনাবাহিনী নামানো হবে। রাশিয়া জুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এসব নির্দেশ দেন।

রাশিয়ায় গতকাল (সোমবার) আরো দুই হাজার ৫৫৮ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ফলে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৩২৮ জনে পৌঁছেছে। এ ছাড়া এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ১৪৮ জনের প্রাণহানি হয়েছে।#

 

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ