বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছে এক লাখ ২৭ হাজার ৫০০
(last modified Wed, 15 Apr 2020 14:55:38 GMT )
এপ্রিল ১৫, ২০২০ ২০:৫৫ Asia/Dhaka
  • আমেরিকায় মৃত্যুর মিছিল
    আমেরিকায় মৃত্যুর মিছিল

সারাবিশ্বে করোনাভাইরাসের যে মহামারী চলছে তাতে এ পর্যন্ত এক লাখ ২৭ হাজার ৪৯৫ জন মারা গেছেন। এছাড়া, সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪২ জন। অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৯১ হাজার ৮৪১ জন।

এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৫১ হাজার ৫১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন শতকরা ২১ ভাগ মানুষ আর সুস্থ হয়েছেন ৭৯ ভাগ মানুষ।

এখনো পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন আমেরিকায়। এ দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ৬৪ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। সেখানে মারা গেছেন ২১ হাজার ৬৭ জন, এর পরের অবস্থানে রয়েছে স্পেন। এ দেশটিতে মারা গেছেন ১৮ হাজার ৫৭৯ জন।

ইতালির করোনা পরিস্থিতি

ইউরোপের অন্যতম প্রধান উন্নত দেশ ফ্রান্সে মারা গেছেন ১৫ ১১৯ জন, ব্রিটেনে ১২ হাজার ১০৭ জন, জার্মানিতে তিন হাজার ৪৯৫ জন, বেলজিয়ামে চার হাজার ৪৪০ জন, নেদারল্যান্ড দুই হাজার ৯৪৫ জন এবং সুইজারল্যান্ডে এক হাজার ১৯০ জন। মৃত্যুর দিক থেকে ইউরোপের বাইরে ইরানে মারা গেছেন চার হাজার ৭৭৭ জন এবং চীনে মারা গেছেন তিন হাজার ৩৪২ জন।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ