করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৬২ হাজার
(last modified Sun, 19 Apr 2020 15:55:13 GMT )
এপ্রিল ১৯, ২০২০ ২১:৫৫ Asia/Dhaka
  • করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৬২ হাজার

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসরে সংক্রমণে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৬২ হাজার ৫৫ জন। আর আক্রান্ত হয়েছে মোট ২৩ লাখ ৬২ হাজার ১৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ছয় লাখ ৭ হাজার ৪৬২ জন।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল তার শতকরা ২১ ভাগ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা তিন ভাগের অবস্থা আশংকাজনক আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৫৪ হাজার ৫৪৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার মধ্যে আমেরিকা এখন সবার শীর্ষে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩৯ হাজার ৮৪ জন। এর মধ্যে নিউ ইয়র্ক শহরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। সেখানে গণকবরের ব্যবস্থা করতে হচ্ছে। কোনো কোনো হাসপাতালে লাশ রাখার জায়গা নেই।

এরপরেই রয়েছে ইতালি। সেখানে মারা গেছে ২৩ হাজার ২২৭ জন। স্পেনে মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। ফ্রান্সে ১৯ হাজার ৩২৩ জন, জার্মানিতে ৪ হাজার ৫৪৭ জন, ব্রিটেনে ১৬ হাজার ৬০ জন, বেলজিয়ামে ৫ হাজার ৬৮৩, নেদারল্যান্ডে ৩ হাজার ৬৮৪ জন, চীনে ৪ হাজার ৬৩২, ইরানে ৫ হাজার ১১৮ জন। এছাড়া, তুরস্কে এক হাজার ৮৯০ জন, কানাডায় এক হাজার ৫০৯, সুইজারল্যান্ডে এক হাজার ৩৮১ জন ও সুইডেনে এক হাজার ৫৪০।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ