বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখের বেশি মানুষ
(last modified Tue, 28 Apr 2020 12:14:59 GMT )
এপ্রিল ২৮, ২০২০ ১৮:১৪ Asia/Dhaka
  • বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখের বেশি মানুষ

বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত ৩০ লাখ ৮১ হাজার ৫৬৫ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ১২ হাজার ৩৩৭ জন। আক্রান্ত মানুষের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন নয় লাখ ৩১ হাজার ৯৪৬ জন।

এ পর্যন্ত যত মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তার মধ্যে শতকরা ১৯ ভাগের মৃত্যু হয়েছে, শতকরা ৮১ ভাগ সুস্থ হয়েছেন এবং শতকরা তিন ভাগ মারাত্মক রকমের অসুস্থ অবস্থায় রয়েছেন।

করোনায় মৃতদের নিউ ইয়র্কে গণকবর দেয়া হয়েছে

এ পর্যন্ত করোনাভাইরাসে যেসব দেশে মানুষ মারা গেছে তার মধ্যে আমেরিকা রয়েছে সবার শীর্ষে। এ দেশটিতে মারা গেছে ৫৬ হাজার ৮০৩ জন, ইতালিতে ২৬ হাজার ৯৭৭ জন, স্পেনে মারা গেছেন ২৩ হাজার ৮২২ জন, ফ্রান্সে মারা গেছেন ২৩ হাজার ২৯৩ জন, ব্রিটেনে মারা গেছেন ২১ হাজার ৯২ জন, জার্মানিতে ছয় হাজার ১২৬ জন, ইরানে পাঁচ হাজার ৮৭৭ জন, চীনে চার হাজার ৬৩৩ জন, ব্রাজিলে চার হাজার ৬০৩ জন, বেলজিয়ামে সাত হাজার ৩৩১ জন ও তুরস্কে দুই হাজার ৯০০ জন।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ