আমেরিকা: করোনায় মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেল
https://parstoday.ir/bn/news/world-i79488-আমেরিকা_করোনায়_মৃত্যুর_সংখ্যা_৬১_হাজার_ছাড়িয়ে_গেল
প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৬১ হাজার ৬৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২০ ১৮:২৭ Asia/Dhaka
  • আমেরিকা: করোনায় মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেল

প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৬১ হাজার ৬৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আশঙ্কা করা হচ্ছে- দেশটিতে খুব শিগগিরই প্রতিদিন মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যাবে। আমেরিকায় গত ৫০ বছরের মধ্যে করোনাভাইরাসের মহামারি সবচেয়ে প্রাণঘাতী হয়ে দেখা দিয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৬১ হাজারে পৌঁছায়। দেশটিতে এ পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার ৭৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সারা বিশ্বে যত মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে তার তিন ভাগের এক ভাগ শুধু আমেরিকাতে। সারাবিশ্বে এ পর্যন্ত ৩২ লাখ চার হাজার ৭০৫ জন মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন যার মধ্যে মারা গেছেন দুই লাখ ২৮ হাজার ১১৯ জন। বার্তাসংস্থা রয়টার্স বলছে খুব শিগগিরই আমেরিকায় এই মহামারী আরো ভয়াবহ রূপ ধারণ করবে।#

পার্সটুডে/এসআইবি/৩০