মনুষ্য সেনার পরিবর্তে রোবট ব্যবহার করবে রাশিয়া
(last modified Sat, 02 May 2020 12:40:45 GMT )
মে ০২, ২০২০ ১৮:৪০ Asia/Dhaka
  • রাশিয়ায় তৈরি মনুষ্যবিহীন ট্যাংক
    রাশিয়ায় তৈরি মনুষ্যবিহীন ট্যাংক

রাশিয়া যুদ্ধক্ষেত্রে মনুষ্য সেনার পরিবর্তে রোবট ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। এসব রোবট মানব সেনার চেয়ে দ্রুতগতিতে এবং অনেক বেশি নিখুঁতভাবে যুদ্ধ পরিচালনা করতে পারবে বলে রুশ কর্মকর্তারা মনে করছেন। এই লক্ষ্য নিয়ে এরইমধ্যে মস্কো নতুনভাবে নির্মিত একটি মনুষ্যবিহীন ‘আর্মর ফাইটিং মেশিন’ পরীক্ষা করেছেন।

রাশিয়ার অ্যাডভান্সড রিসার্চ ফাউন্ডেশনের উপ-পরিচালক ভিতালি দাবিদোভের বরাত দিয়ে মার্কিন ফোর্বস ম্যাগাজিন বলেছে, আগামী দিনের যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করা হবে তাদের গতি এবং সঠিক নিশানা নির্বাচনের বিশেষ দক্ষতার কারণে। ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট তৈরির কর্মকাণ্ড একটি আন্তর্জাতিক প্রবণতা।

চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া তাদের নতুন নির্মিত রোবট পরীক্ষা-নিরীক্ষা করবে। এ রোবটের নাম দেয়া হয়েছে মার্কার ইউজিভি (Marker UGV)। এর আগে রাশিয়া একটি ট্যাংক তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে পরিচালনার জন্য মানুষের প্রয়োজন হবে না। আমেরিকাও রাশিয়ার অনুকরণে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট তৈরির কর্মসূচি হাতে নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

ট্যাগ