করোনাভাইরাস: ইরানি কিটের রপ্তানি শুরু; জার্মানি নিল ৪০ হাজার
https://parstoday.ir/bn/news/world-i79617-করোনাভাইরাস_ইরানি_কিটের_রপ্তানি_শুরু_জার্মানি_নিল_৪০_হাজার
করোনাভাইরাস শনাক্তকরণের ৪০ হাজার কিট জার্মানিতে পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি কোম্পানি 'পিশতায তেব' আজ (সোমবার) কিটের প্রথম চালান জার্মানিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। 
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ০৫, ২০২০ ১৭:৩৬ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরানি কিটের রপ্তানি শুরু; জার্মানি নিল ৪০ হাজার

করোনাভাইরাস শনাক্তকরণের ৪০ হাজার কিট জার্মানিতে পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি কোম্পানি 'পিশতায তেব' আজ (সোমবার) কিটের প্রথম চালান জার্মানিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

কোম্পানির মার্কেটিং বিভাগের প্রধান পাশা ফাররুখযাদ বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ইরানের তরুণ বিজ্ঞানীরা শনাক্তকরণ কিট তৈরিতে মনোনিবেশ করে। তাদের প্রচেষ্টায় সবচেয়ে ভালো মানের কিট তৈরি করা সম্ভব হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কিটের মান যাচাই করে তা তৈরির অনুমতি দিয়েছে বলে তিনি জানান। ফাররুখযাদ আরও বলেন, তারা দৈনিক ১০ লাখ কিট তৈরির সক্ষমতা রাখেন। এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশ তাদের কিট কেনার জন্য আবেদন করেছে বলে ওই কর্মকর্তা জানান। কিট কিনতে আগ্রহী দেশগুলোর মধ্যে পোল্যান্ড, তুরস্ক এবং দক্ষিণ আমেরিকা ও সিআইএসভুক্ত দেশগুলোও রয়েছে।

ফাররুখযাদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পণ্য বিক্রির অনুমোদন রয়েছে ইরানের 'পিশতায তেব' কোম্পানির।

ইরানের আরও কয়েকটি কোম্পানি করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরি করছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বলেছে, তারা দেশীয় কোম্পানিগুলোর কাছ থেকে এ পর্যন্ত দুই লাখ কিট কিনেছে।#

পার্সটুডে/সোহেল  আহম্মেদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।