ইসরাইলের বিরুদ্ধে তদন্ত শুরু করলে পরিণতি ভোগ করতে হবে আইসিসিকে: আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুমকি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে পরিণতি ভোগ করতে হবে।
যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করার জন্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের কাছ থেকে অভিযোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তখন মাইক পম্পেও এই হুমকি দিলেন। আইসিসি বলছে, এগুলো দিয়ে পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়টি পরিষ্কার হবে।
gaza

গত ডিসেম্বর মাসে আইসিসির চিফ প্রসিকিউটর ফাতুহ বেনসোদা বলেছিলেন, তার হাতে এমন কিছু তথ্য-প্রমাণ এসে পৌঁছেছে যার কারণে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে, ইসরাইল যুদ্ধ অপরাধ সংগঠিত করেছে।
এ বিষয়ে মাইক পম্পেও আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য তদন্তকে অবৈধ বলেছেন। তিনি তার ভাষায় আরো বলেন, এ সংস্থাটি আন্তর্জাতিক বিচার সংস্থার পরিবর্তে রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৭