করোনাভাইরাসের কারণে এবার সৌদিতে হজযাত্রী পাঠাবে না ইন্দোনেশিয়া
https://parstoday.ir/bn/news/world-i80382-করোনাভাইরাসের_কারণে_এবার_সৌদিতে_হজযাত্রী_পাঠাবে_না_ইন্দোনেশিয়া
করোনাভাইরাসের কারণে এবারের হজযাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ০২, ২০২০ ১৯:১১ Asia/Dhaka
  • করোনাভাইরাসের কারণে এবার সৌদিতে হজযাত্রী পাঠাবে না ইন্দোনেশিয়া

করোনাভাইরাসের কারণে এবারের হজযাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি আজ (মঙ্গলবার) জানিয়েছেন।

প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলমান সৌদি আরবে হজ করতে যায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ শুরু হতে পারে। সৌদি আরব সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগেই ইন্দোনেশিয়া সরকার তাদের সিদ্ধান্ত ঘোষণা করলো।

অবশ্য সৌদি আরব পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে।

চলতি বছর হজ কোটায় ইন্দোনেশিয়া থেকে দুই লাখ ২১ হাজার মানুষের সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল। ইতিমধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছিলেন।

ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত এক হাজার ৬৬৩ জন মারা গেছেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।