তাইওয়ানের আকাশে চীনা জঙ্গিবিমান; উত্তেজনা বাড়ছে
https://parstoday.ir/bn/news/world-i80552-তাইওয়ানের_আকাশে_চীনা_জঙ্গিবিমান_উত্তেজনা_বাড়ছে
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের কয়েকটি জঙ্গিবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৯, ২০২০ ১৬:৩৩ Asia/Dhaka
  • তাইওয়ানের আকাশে চীনা জঙ্গিবিমান; উত্তেজনা বাড়ছে

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের কয়েকটি জঙ্গিবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

সুখোই-৩০ মডেলের এসব জঙ্গিবিমানের উপস্থিতি টের পেয়ে তাইওয়ানও জঙ্গি বিমান উড়িয়েছে। তাইওয়ানের এই পদক্ষেপের পর চীনা বিমানগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে একটি মার্কিন বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে। এ কারণে তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতাকে হুমকি হিসেবে দেখছে বেইজিং।

চীন বলেছে, তারা কোনোভাবেই তাইওয়ানের স্বাধীনতা মেনে নেবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।