রাশিয়ার ক্রাসনোয়ার্স্কে আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াড শুরু
- 
					
									রাশিয়ায় আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াড শুরু  
রাশিয়ার ক্রাসনোয়ার্স্কে আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াড শুরু
পার্সটুডে-রাশিয়ার ক্রাসনোয়ার্স্কে আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াড শুরু হয়েছে। ওই অলিম্পিয়াডে ৪০টি দেশের প্রায় ৬০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য সমবেত হয়েছে।
রাশিয়ার ক্রাসনোয়ার্স্কে অবস্থিত সাইবেরিয়ান ফেডারেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তা অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে এবং এর লক্ষ্য তরুণ প্রজন্মের আর্থিক, আইনি এবং তথ্য বিষয়ক জ্ঞান আরও উন্নত করা। টিভি ব্রিকসের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে সভা অনুষ্ঠিত হয় এবং পাঁচ দিনব্যাপী ওই গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু হয়েছে।
ইরান, বলিভিয়া, ভেনেজুয়েলা, আমিরাত, ওমান, আলজেরিয়া, মিশর এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা এই অলিম্পিয়াডে যোগ দিয়েছে।
এক বার্তায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অলিম্পিয়াডকে তরুণদের জ্ঞান এবং প্রতিভা বিকাশের জন্য সরকারের ব্যাপক প্রচেষ্টার একটি অংশ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন এই অনুষ্ঠানটি প্রতি বছর আরও ব্যাপক আকার ধারণ করছে এবং বিশ্বব্যাপী আর্থিক নিরাপত্তা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বৈজ্ঞানিক প্রতিযোগিতার পাশাপাশি, অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ ক্লাস, গোলটেবিল এবং বিশেষজ্ঞ বক্তৃতায় অংশ নেবেন। সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় পরিদর্শন, রাশিয়ার ঐতিহ্যবাহী খেলার উৎসব এবং একটি ডিজিটাল-শারীরিক দাবা প্রতিযোগিতা।
বিদেশী অতিথিরা উচ্চ স্তরের এই অনুষ্ঠানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। কাজাখ প্রতিনিধিদের একজন বলেছেন: এটি তার প্রথমবারের মতো অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং তিনি আশা প্রকাশ করে বলেন তার দেশের জন্য তিনি একজন যোগ্য প্রতিনিধই হবেন।
চীনা অংশগ্রহণকারীরাও সাইবেরিয়ার আবহাওয়ার দ্রুত পরিবর্তন সম্পর্কে রসিকতা করে বলেছেন: "আমরা যখন এসেছিলাম, তখন গ্রীষ্মকাল ছিল, গতকাল শরৎকাল ছিল, এবং আজ আমরা প্রকৃত শীতকাল অনুভব করছি, তবুও, আমাদের হৃদয় উষ্ণ।"
অলিম্পিয়াড ৩ অক্টোবর পর্যন্ত চলবে এবং শেষে একটি সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানটি ২০২১ সালে শুরু হয়েছিল এবং ডিজিটাল স্পেসে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা এবং তরুণদের মধ্যে আর্থিক জ্ঞানের প্রচার প্রসারের বিশ্বব্যাপী প্রচেষ্টার একটি অংশ এই আয়োজন।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।