পদত্যাগ করলেন ফ্লোরিডার পুলিশ কর্মকর্তারা
-
মার্কিন পুলিশে সংস্কারের দাবিতে আন্দোলন চলছে
আমেরিকার দক্ষিণ ফ্লোরিডা শহরের প্রায় এক ডজন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এসব পুলিশ কর্মকর্তা সোয়াট ইউনিটে কর্মরত ছিলেন। তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তারা মোটেই নিরাপদ বোধ করছেন না। এর পাশাপাশি তারা অভিযোগ করেছেন যে, পুলিশের কর্মপন্থাকে রাজনীতিকীকরণ করা হয়েছে।
১০ জন পুলিশ কর্মকর্তার একটি গ্রুপ হেলানডেলে বিচ পুলিশের প্রধান সোনিয়া কুইনোনকে লেখা এক চিঠিতে তাদের পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানিয়েছেন। তাদের এই চিঠি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র হাতে পড়েছে।
চিঠিতে এসব পুলিশ কর্মকর্তা অভিযোগ করেছেন, “আমরা খুব কম সরঞ্জাম নিয়ে কাজ করি এবং আমাদের কর্মকৌশলকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এছাড়া সোয়াত বাহিনীর কুকুর এবং নিজেদের নিরাপত্তার প্রশ্নেও অনেকটা ঘাটতি রয়েছে। এতে আমাদের জীবন এবং পরিবার মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।”
চিঠিতে তারা বলেছেন, “এইসব শর্ত পূরণ এবং মনোভাবের পরিবর্তন না হলে আমরা নিরাপত্তার সাথে কার্যকর এবং আস্থা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে পারবো না।”
আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার পর যখন পুলিশের ভেতরে সংস্কারের দাবি উঠেছে তখন এইসব পুলিশ কর্মকর্তা পদত্যাগ করলেন।#
পার্সটুডে/এসআইবি/১৪