কাতারে এবার তালেবান ও আফগান সরকার শান্তি বৈঠকে বসছে
-
দোহায় তালেবান ও মার্কিন সরকারের মধ্যে আলোচনা (ফাইল ফটো)
আফগানিস্তানের সরকার ও তালেবান গেরিলারা প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের শান্তি বৈঠকে বসতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি।
গতকাল (রোববার) আফগান সরকার এবং তালেবান গেরিলারা শান্তি বৈঠকের ঘোষণা দিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি কথিত শান্তি চুক্তিসই হয়।
আফগান সরকার শিগগিরই ৫,০০০ তালেবান বন্দিকে মুক্তি দেয়া শেষ করবে। এরপরই আগামী এক সপ্তাহের মধ্যে সরকার ও তালেবানের মধ্যে শান্তি বৈঠক হতে পারে। তালেবান ও আমেরিকার মধ্যে চুক্তির শর্ত অনুসারে কাবুল সরকার তালেবানের তিন হাজার বন্দীকে মুক্তি দিয়েছে। ওই চুক্তির আওতায় মার্কিন সরকার আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে।#
পার্সটুডে/এসআইবি/১৫