বদলা হিসেবে দক্ষিণে লিফলেট পাঠাবে উত্তর কোরিয়া
(last modified Sat, 20 Jun 2020 12:53:56 GMT )
জুন ২০, ২০২০ ১৮:৫৩ Asia/Dhaka
  • লিয়াজো অফিস উড়িয়ে দেওয়ার দৃশ্য
    লিয়াজো অফিস উড়িয়ে দেওয়ার দৃশ্য

এবার পাল্টা পদক্ষেপ হিসেবে দক্ষিণ কোরিয়ায় লিফলেট পাঠাবে উত্তর কোরিয়া। এসব লিফলেটে দক্ষিণ কোরিয়ার সরকারের সমালোচনার পাশাপাশি উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নিন্দা জানানো হবে।

এছাড়া লিফলেটে আর কী তথ্য থাকবে তা এখনও স্পষ্ট নয়। সীমান্ত দিয়ে এসব লিফলেট পাঠানো হবে। আজ (শনিবার) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে,দক্ষিণ কোরিয়া থেকে ছোড়া লিফলেটের বদলা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং। এ জন্য এখন প্রস্তুতি চলছে। 

সম্প্রতি উত্তর কোরিয়ার শাসনব্যবস্থা ও এর নেতাদের সমালোচনা করে দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে লিফলেট পাঠানো হয়েছে। এ নিয়ে উত্তেজনার জেরে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে খারাপ হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় কাজ চালানোর লক্ষ্যে স্থাপিত যৌথ লিয়াজো অফিসও গুঁড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

কেসিএনএ’র আজকের প্রতিবেদনে বলা হয়,‘দক্ষিণ কোরিয়ায় থাকতে গিয়ে যারা ন্যুনতম নৈতিকতাটুকুও বিসর্জন দিয়ে ফেলেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিস্বরূপ লিফলেট ছুড়তে দেশের বিক্ষুব্ধ জনগণ চাপ দিচ্ছে।’#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ