ওকিনাওয়ার মার্কিন ঘাঁটিতে এখনো করোনার সংক্রমণ বাড়ছে
https://parstoday.ir/bn/news/world-i81471-ওকিনাওয়ার_মার্কিন_ঘাঁটিতে_এখনো_করোনার_সংক্রমণ_বাড়ছে
জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন মেরিন সেনাদের ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রণ এখনো বাড়ছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৩৬ জন মার্কিন সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২০ ২১:৩৩ Asia/Dhaka
  • ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি
    ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি

জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন মেরিন সেনাদের ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রণ এখনো বাড়ছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৩৬ জন মার্কিন সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ওকিনাওয়ার সরকার বলছে, মার্কিন বাহিনীর দেয়া তথ্য অনুসারে- ওকিনাওয়ার ক্যাম্প হ্যানসেনে ৫৮ সেনাকে কোভিড পজিটিভ পাওয়া গেছে। ফুতেনমার মেরিন কোরের এয়ার স্টেশনে করোনা পজিটিভ পাওয়া গেছে ৭১ সেনাকে। এছাড়া, কাদেনা বিমানঘাঁটিতে পাঁচজন এবং ক্যাম্প ম্যাকটুরেয়াস ও ক্যাম্প কিনসারে একজন করে করোনা রোগী পাওয়া গেছে।

ওকিনাওয়ার সরকার বলেছে, মার্কিন সেনা আক্রান্ত হওয়ার পাশাপাশি সেখানে ১৪৮ জন বেসামরিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। ওকিনাওয়ার সরকার ডেনি তামাকি স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেসমস্ত মানুষ মার্কিন সেনাদের সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা যদি কেউ অসুস্থ বোধ করেন তাহলে তাদেরকে ডাক্তারি পরামর্শ নিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫