ইরানকে লক্ষ্য করে প্রতিদিনই হাজার হাজার সাইবার হামলা হয়: মুসাভি
(last modified Thu, 23 Jul 2020 10:19:41 GMT )
জুলাই ২৩, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, সাইবার হামলার সঙ্গে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।

তিনি আজ (বুধবার) সাংবাদিকদের বলেছেন, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে প্রতিদিনই হাজার হাজার সাইবার হামলা হয়, এটা নতুন কিছু নয়। এ ধরণের হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ও বিভিন্ন টিমের মাধ্যমে মোকাবেলা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এসব হামলায় কোনো ক্ষতি হয় না। সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে এসব সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ইরানসহ কয়েকটি দেশে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চালানো সাইবার হামলার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, এখন থেকে যেকোনো সাইবার হামলা হলেই আমরা প্রথমে ধরে নেব তা আমেরিকার পক্ষ থেকে হয়েছে। এরপর যদি এর উল্টোটা প্রমাণিত হয় তাহলে তা ভিন্ন কথা।

ইরানে সাইবার হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের গোপন নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে লড়বে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।