দক্ষিণ চীন সাগর নিয়ে পম্পেওকে হুঁশিয়ারি দিল বেইজিং
(last modified Wed, 29 Jul 2020 01:03:05 GMT )
জুলাই ২৯, ২০২০ ০৭:০৩ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন

দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি উত্তেজনাকর করে তোলার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার পম্পেওর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেন এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ও আচরণ বন্ধ করেন।

‘দক্ষিণ চীন সাগর চীনের অংশ নয়’ বলে পম্পেও  সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে ওয়েনবিন বলেন, বেইজিং সব সময় পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অঞ্চলে আমেরিকার ষড়যন্ত্রের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন, চীন কখনো নিজের সীমান্তকে বাড়িয়ে বলেনি বরং সব সময় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার ইচ্ছা পোষণ করেছে।

তিনি দক্ষিণ চীন সাগরে মার্কিন সেনা উপস্থিতির সমালোচনা করে বলেন, মার্কিন সামরিক উপস্থিতি এ অঞ্চলের দেশগুলোর জাতীয় স্বার্থ, শান্তি ও  স্থিতিশীলতা বিপন্ন করবে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ