শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামানোর ক্ষমতা অর্জন করবে জাপান
https://parstoday.ir/bn/news/world-i81901-শত্রুর_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_থামানোর_ক্ষমতা_অর্জন_করবে_জাপান
শত্রুর ভূখণ্ড থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে সামরিক বাহিনীর সক্ষমতা অর্জনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ৩১, ২০২০ ১৮:৪৯ Asia/Dhaka
  • এফ-৩৫ যুদ্ধবিমান
    এফ-৩৫ যুদ্ধবিমান

শত্রুর ভূখণ্ড থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে সামরিক বাহিনীর সক্ষমতা অর্জনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

দ্বিতীয় মহাযুদ্ধে পরাজিত শক্তি হিসেবে জাপানের জন্য এই ধরনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি বিতর্কিত ইস্যু হিসেবে দেখা দিতে পারে। এছাড়া এই প্রস্তাব চীন ও রাশিয়াকে ক্ষুব্ধ করে তুলবে।

প্রস্তাবটি তৈরি করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইতসুনরি অনোদেরা-সহ দলের শীর্ষ পর্যায়ের সংসদ সদস্যরা। প্রস্তাবটি আগামী সপ্তাহের প্রথম দিকে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে উপস্থাপন করা হবে।

জাপানের হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ

খসড়া প্রস্তাবের সুপারিশগুলো জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা করা হবে। এরপর আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে তা চূড়ান্ত করা হবে। ওই সময় জাপানের নতুন প্রতিরক্ষা নীতি গৃহীত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে অধিক ক্ষমতা সম্পন্ন সামরিক বাহিনী গড়ে তুলতে চান। তিনি বলে আসছেন, পূর্ব এশিয়া এবং আমেরিকার মধ্যে যখন ওই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে এবং চীনের সঙ্গে জাপানের উত্তেজনা দিনদিন বাড়ছে তখন শক্তিশালী সামরিক বাহিনী অপরিহার্য। এরইমধ্যে জাপান তার বিমান শক্তি বাড়ানোর জন্য আমেরিকার কাছে ১০০ এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমানের অর্ডার দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩১