আযারবাইজানে ঢুকেছে তুর্কি জঙ্গিবিমান; যৌথ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i81932-আযারবাইজানে_ঢুকেছে_তুর্কি_জঙ্গিবিমান_যৌথ_মহড়া_শুরু
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে আযারবাইজানে প্রবেশ করেছে তুরস্কের কয়েকটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান। আযারবাইজানে পৌঁছার পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে স্বাগত জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০১, ২০২০ ১৮:১৫ Asia/Dhaka
  • আযারবাইজানে ঢুকেছে তুর্কি জঙ্গিবিমান; যৌথ মহড়া শুরু

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে আযারবাইজানে প্রবেশ করেছে তুরস্কের কয়েকটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান। আযারবাইজানে পৌঁছার পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে স্বাগত জানানো হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাতুলিয়া জানিয়েছে, যৌথ সামরিক মহড়ায় দুই দেশের সেনা ও বিমান বাহিনী অংশ নিচ্ছে। এরইমধ্যে মহড়া শুরু হয়েছে এবং ১০ আগস্ট পর্যন্ত তা চলবে। তবে বিমান মহড়ার ইতি টানা হবে ৫ আগস্ট।

বাকুসহ অন্তত পাঁচটি এলাকায় মহড়া চলছে। জঙ্গিবিমানের পাশাপাশি দুই দেশের সামরিক হেলিকপ্টারও এতে অংশ নিচ্ছে।

আযারবাইজান এমন সময় তুরস্কের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে যখন প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে।

সম্প্রতি আর্মেনিয়ার সেনাবাহিনী সীমান্তে আযারবাইজানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এর ফলে আযারবাইজানের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। তুরস্কে এ ঘটনায় আযারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।