শিগগিরই ইরানবিরোধী স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করবে আমেরিকা: পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i82399-শিগগিরই_ইরানবিরোধী_স্ন্যাপব্যাক_ম্যাকানিজম_চালু_করবে_আমেরিকা_পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, শিগগিরই তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম চালু করবে। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত ইরানবিরোধী প্রস্তাব পাস না হওয়া সত্ত্বেও এ ঘোষণা দিলেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০২০ ০৬:১৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, শিগগিরই তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম চালু করবে। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত ইরানবিরোধী প্রস্তাব পাস না হওয়া সত্ত্বেও এ ঘোষণা দিলেন তিনি।

স্ন্যাপব্যাক ম্যাকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যেকোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না তাহলে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের ওপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পম্পেও বুধবার ওয়াশিংটনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকা শিগগিরই নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক’ ম্যাকনিজম চালু করার আবেদন জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই তার প্রশাসনের ইরানবিরোধী নয়া তৎপরতা তুলে ধরবেন বলেও জানান পম্পেও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার বাসনা প্রকাশ করলেন যখন নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী যেসব দেশ পরমাণু সমঝোতায় অটল রয়েছে তাদের যেকোনো এক দেশ এটি চালু করতে পারবে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আমেরিকা দুই বছরেরও বেশি সময় আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এই ম্যাকানিজম চালু করার অধিকার তার নেই।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।