ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার খবর নাকচ করল ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i82438-ইরানের_কাছ_থেকে_ক্ষেপণাস্ত্র_কেনার_খবর_নাকচ_করল_ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা এ খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন যে, তার দেশ ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। তিনি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে’র এ সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০২০ ০৫:৫৬ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা
    ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা এ খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন যে, তার দেশ ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। তিনি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে’র এ সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেন।

ইভান দুকে সম্প্রতি দাবি করেছিলেন, কলম্বিয়া সরকারের সঙ্গে যেসব আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কাজ করে তাদের কাছে এ তথ্য রয়েছে যে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের কাছ থেকে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে চান।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে

এ দাবি নাকচ করে দিয়ে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আরিয়াজা নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট নিজ দেশের জনগণের বিরুদ্ধে তার সরকারের সহিংসতা ও দমন অভিযান এবং কলম্বিয়ার নিয়ন্ত্রণহীন মাদক ব্যবসা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চান।

২০১৯ সালে ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট দেখা দিলে প্রতিবেশী কলম্বিয়ার সঙ্গে কারাকাসের সম্পর্কে উত্তেজনা বেড়ে যায়। মার্কিনপন্থি কলম্বিয়া সরকার ভেনিজুয়েলার সাম্রাজ্যবাদবিরোধী মাদুরো সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।