তেহরানের আস্থা ফেরাতে আজ ইরান সফরে আসছেন রাফায়েল গ্রোসি
(last modified Sun, 23 Aug 2020 23:53:31 GMT )
আগস্ট ২৪, ২০২০ ০৫:৫৩ Asia/Dhaka
  • আইএইএ’র মহাপরিচারক রাফায়েল গ্রোসি
    আইএইএ’র মহাপরিচারক রাফায়েল গ্রোসি

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচারক রাফায়েল গ্রোসি তিনদিনের এক সফরে আজ (সোমবার) তেহরানে আসছেন বলে খবর দিয়েছেন ওই সংস্থা নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি।

তিনি গতকাল (রোববার) নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এ খবর জানিয়ে বলেন, গ্রোসি শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়ে মঙ্গল ও বুধবার ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি

আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম চালু করার যে আবেদন জানিয়েছে তার সঙ্গে গ্রোসির তেহরান সফরের কোনো সম্পর্ক নেই বলেও জানান ইরানের এই কূটনীতিক।

তিনি বলেন, বিগত মাসগুলোতে আইএইএ’র প্রতি ইরানের আস্থায় ফাটল ধরেছে এবং সংস্থাটির মহাপরিচালক তার এ সফরে সে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ইরানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে গরিবাবাদি বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরান তৃতীয় কোনো পক্ষকে আইএইএ’র সঙ্গে নিজের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে দেবে না।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।