বিরোধীদলের ১০০’র বেশি বন্দিকে মুক্তি দিলেন প্রেসিডেন্ট মাদুরো
(last modified Wed, 02 Sep 2020 04:51:07 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১০:৫১ Asia/Dhaka
  • মুক্তি পাওয়া বিরোধী চার নেতা
    মুক্তি পাওয়া বিরোধী চার নেতা

ভেনিজুয়েলার সরকার দেশটির বিরোধী রাজনৈতিক দলের একশ’র বেশি নেতা-কর্মীকে মুক্তি দিয়েছে। ভেনিজুয়েলার জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশটির সরকার এ পদক্ষেপ নিলো।

মাদুরো সরকার দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজন দূর করে জাতীয় সংহতি দৃঢ় করার পরিকল্পনা নিয়েছে; তার অংশ হিসেবে বিরোধী বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট মাদুরো নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাতিন আমেরিকায় দেশে রাজনৈতিক ঐক্য ও সংহতি জোরদার করার জন্যই তিনি এ ব্যবস্থা নিয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরো

যেসব বিরোধী বন্দিকে মুক্তি দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা এবং দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানোসহ নানা ধরনের অপরাধমূলক তৎপরতার অভিযোগ ছিল।

মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন সমর্থিত সংসদ সদস্য রয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট মাদুরো তাদেরকে আইনের সুযোগ গ্রহণের সুবিধা দিয়েছেন। বিষয়টিকে ভেনিজুয়েলার ভেতরে প্রশংসার দৃষ্টিতে দেখা হচ্ছে তবে বিরোধীদের অনেকেই এখনো প্রেসিডেন্ট মাদুরোর সমালোচনায় মুখর।#

পার্সটুডে/এসআইবি/২