এবার আইসিসি'র চিফ প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i82758-এবার_আইসিসি'র_চিফ_প্রসিকিউটরের_ওপর_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র চিফ প্রসিকিউটর ফাতুহ বেনসোদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আফগানিস্তানের যুদ্ধাপরাধ তদন্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে আইসিসি’র শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২০ ০৮:০৯ Asia/Dhaka
  • ফাতুহ বেনসোদা
    ফাতুহ বেনসোদা

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র চিফ প্রসিকিউটর ফাতুহ বেনসোদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আফগানিস্তানের যুদ্ধাপরাধ তদন্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে আইসিসি’র শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় বলেছেন, মার্কিন নাগরিকদেরকে অবৈধভাবে বিচার করার চেষ্টা চালাচ্ছে আইসিসি।

গতকাল (বুধবার) সাপ্তাহিক নিউজ ব্রিফিংয়ে মাইক পম্পেও সাংবাদিকদের বলেন, “দুঃখজনকভাবে আইসিসি আমেরিকার নাগরিকদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এজন্য আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদেরকে বিচারের জন্য তদন্তপ্রক্রিয়ায় জড়িত রয়েছেন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে।

এর আগে গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে বলেছিলেন, আফগান যুদ্ধে জড়িত মার্কিন সেনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি’র যেসব ব্যক্তি তদন্তপ্রক্রিয়ায় জড়িত রয়েছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।#

পার্সটুডে/এসআইবি/৩