শান্তি আলোচনার জন্য সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে আফগান সরকার: আশরাফ গনি
(last modified Thu, 03 Sep 2020 03:01:29 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২০ ০৯:০১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট আশরাফ গনি (ফাইল ফটো)
    প্রেসিডেন্ট আশরাফ গনি (ফাইল ফটো)

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে কাবুল সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রক্রিয়ায় যে আশা করে তার পূরণ করতে আফগান সরকার তার প্রতিশ্রুতি পালন করেছে।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য আফগান সরকার এরইমধ্যে আলোচকদল ঠিক করেছে। এ দলের সদস্যদের সঙ্গে গতকাল (বুধবার) প্রেসিডেন্ট প্রাসাদে এক বৈঠকে আশরাফ গণি এসব কথা বলেন।

Image Caption

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে বন্দী তালেবান গেরিলাদের মুক্তি দেয়া শুরু করেছে কাবুল। এসব বন্দির মুক্তিকে শান্তির প্রতি আফগান সরকারের প্রতিশ্রুতি পূর্ণ করার সুস্পষ্ট নিদর্শন বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট গনি।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য আফগান সরকার এরইমধ্যে প্রায় পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে যার মাঝে গুরুত্বপূর্ণ ৪০০ বন্দিও মুক্তি পেয়েছে। এসব গেরিলা বড় বড় হামলা এবং অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে আফগান সরকার জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ