আরব সাগরে নিখোঁজ মার্কিন সেনার অনুসন্ধান চালাচ্ছে নৌ বাহিনী
(last modified Mon, 07 Sep 2020 03:04:30 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৯:০৪ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ
    মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ

মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া একজন নাবিকের সন্ধানে আরব সাগরের উত্তরাঞ্চলে গতকাল রোববার ব্যাপক চেষ্টা চালিয়েছে চালিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা। তবে সন্ধ্যা পর্যন্ত ওই সেনার কোনো খোঁজ পায় নি। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

মার্কিন ৫ম নৌ-বহর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একজন মার্কিন নাবিক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ এবং গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস প্রিন্সটন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। গতকাল ওই নাবিক নিখোঁজ হন এবং সন্ধ্যার পর পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম অব্যাহত ছিল।

নিখোঁজ সেনার নাম পরিচয় এবং তার পদবী প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তারা বলেছে, মার্কিন বাহিনীর নীতি অনুসরণ করেই তার নাম পরিচয় গোপন রাখা হচ্ছে। পরে সুবিধাজনক সময়ে সব তথ্য প্রকাশ করা হবে।

মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ নিমিৎজে ৫,০০০ থেকে ৮০০০ নাবিক রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭