তুরস্ক ও সাইপ্রাসের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i82915-তুরস্ক_ও_সাইপ্রাসের_মধ্যকার_দ্বন্দ্ব_নিরসনে_মধ্যস্থতার_প্রস্তাব_দিল_রাশিয়া
ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্ক ও সাইপ্রাসের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২০ ২০:২৮ Asia/Dhaka
  • ল্যাভরভকে গ্র্যান্ড ক্রস উপহার দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদেস
    ল্যাভরভকে গ্র্যান্ড ক্রস উপহার দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদেস

ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্ক ও সাইপ্রাসের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেসের সঙ্গে আজ (মঙ্গলবার) এক বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, “তুরস্কের সঙ্গে আপনাদের সম্পর্ক যেহেতু উদ্বেগজনক পর্যায়ে, সেক্ষেত্রে আমরা সংলাপ অনুষ্ঠান এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি যা হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক আইনের উপর প্রতিষ্ঠিত।” সাইপ্রাসের রাজধানী নিকোশিয়াতে প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদেসের সঙ্গে ল্যাভরভের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ভূমধ্যসাগরে বাণিজ্যিক অধিকার নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। একদিকে রয়েছে তুরস্ক আর অন্য পক্ষে রয়েছে গ্রিস ও সাইপ্রাস। ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দুইভাগে বিভক্ত হয়ে রয়েছে। এক ভাগ তুরস্ক স্বীকৃত তুর্কি সাইপ্রিয়ট প্রশাসনের মাধ্যমে শাসিত। অন্যভাগ আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত গ্রিক সাইপ্রিয়ট সরকার দ্বারা পরিচালিত।#

পার্সটুডে/এসআইবি/৮