কাতারে তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু
https://parstoday.ir/bn/news/world-i83017-কাতারে_তালেবান_ও_আফগান_সরকারের_মধ্যে_শান্তি_আলোচনা_শুরু
আফগান সরকার তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। কাতারের রাজধানী দোহায় আজ (শনিবার) দু পক্ষের এ আলোচনা শুরু হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২০ ২০:৪২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আফগান সরকার তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। কাতারের রাজধানী দোহায় আজ (শনিবার) দু পক্ষের এ আলোচনা শুরু হয়।

গত মার্চ মাসে এই আলোচনা শুরুর কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয় নি। দেরিতে শুরু হলো আশা করা হচ্ছে আলোচনার মধ্য দিয়ে আফগানিস্তানে দীর্ঘ দুই দশকের সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠা হবে।

আজই আফগান সরকার এবং তালেবানের প্রতিনিধিরা দোহায় পৌঁছান। শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন আফগান সরকার ও তালেবানের প্রতিনিধির বাইরে বেশ কয়েকজন রাজনীতিক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং মার্কিন সরকারের কয়েকজন কর্মকর্তা।

আফগান সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং তিনি শান্তি আলোচনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন। এতে তিনি আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন।

আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, দুপক্ষ যদি পরস্পরের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সততার সাথে কাজ করে তাহলে দেশের চলমান দুর্দশাপূর্ণ অবস্থার অবসান ঘটবে।#

পার্সটুডে/এসআইবি/১২