ইরাকের সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরুর বার্ষিকী পালন করছে ইরান
https://parstoday.ir/bn/news/world-i83236-ইরাকের_সাদ্দামের_চাপিয়ে_দেওয়া_যুদ্ধ_শুরুর_বার্ষিকী_পালন_করছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (সোমবার) সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরুর বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করা হবে। ১৯৮০ সালের এই দিনে হামলা শুরু করে সাদ্দাম বাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২০ ১৩:৫৮ Asia/Dhaka
  • ইরাকের সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরুর বার্ষিকী পালন করছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (সোমবার) সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরুর বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করা হবে। ১৯৮০ সালের এই দিনে হামলা শুরু করে সাদ্দাম বাহিনী।

এই এক সপ্তাহকে বলা হয় ইসলামি প্রতিরক্ষা সপ্তাহ। ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে প্রতিবছরই ইরানে প্রতিরক্ষা সপ্তাহ পালিত হয়। ১৯৮০ সালের ওই যুদ্ধকে ইরানে ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ’ বলা হয়।

ইরানে আগ্রাসন চালিয়ে তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম ঘোষণা করেছিলেন, এক সপ্তাহের মধ্যে তিনি ইরানের রাজধানী তেহরানে বসে চা পান করবেন। ইরানে তার এক বছর আগে ইসলামি বিপ্লব হয়েছিল বলে সাদ্দাম সরকারের ধারনা ছিল, ইরানের সদ্য প্রতিষ্ঠিত ইসলামি সরকার ইরাকের মতো সুসজ্জিত একটি সেনাবাহিনীর মোকাবিলা করতে পারবে না।

কিন্তু বাস্তবে ইরাকি বাহিনী পাশ্চাত্য ও আরব দেশগুলোর সর্বাত্মক পৃষ্ঠপোষকতা পাওয়া সত্ত্বেও ইরানকে পরাজিত করতে বা ইরানের এক ইঞ্চি ভূমিও জবরদখল করে রাখতে পারেনি এবং ১৯৮৮ সালে জাতিসংঘের হস্তক্ষেপে ওই যুদ্ধ শেষ হয়।#

পার্সটুডে/এসএ/২১                    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।