ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত: বিমান বাহিনীর ক্যাডেটসহ নিহত অন্তত ২৫
ইউক্রেনের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৫ যাত্রী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বিমান বাহিনীর ক্যাডেট। শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে অবতরণের সময় বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অ্যান্টোনভ-২৬ মডেলের বিমানটি ভেঙে পড়ে।
বিমানটি খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির ক্যাডেটদের বহন করছিল এবং এটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট। ইউক্রেনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২৭ জন যাত্রী ছিল। দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানটি বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলে যে সংঘর্ষ চলছে তার সঙ্গে এই বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক থাকার কথা জানা যায়নি।
এদিকে, বিমান ভেঙে পড়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। নিহতদের নিকটাত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।