বলিভিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ আরসের প্রতি ইরানের অভিনন্দন
https://parstoday.ir/bn/news/world-i84011-বলিভিয়ার_নবনির্বাচিত_প্রেসিডেন্ট_লুইজ_আরসের_প্রতি_ইরানের_অভিনন্দন
বলিভিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ আরসে’র প্রতি অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২০, ২০২০ ১৭:০৬ Asia/Dhaka
  • লুইজ আরসে (মাঝখানে)
    লুইজ আরসে (মাঝখানে)

বলিভিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ আরসে’র প্রতি অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ আজ (মঙ্গলবার) বলেছেন, দীর্ঘ এক বছর ধরে চলা উত্তেজনা ও সহিংসতার পর বলিভিয়ায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরে আসার ঘটনাকে ইতিবাচক বলে মনে করছে তেহরান। একই সঙ্গে আমরা নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ আরসে’র প্রতি অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন,বলিভিয়ার নয়া সরকারের প্রতি ইরান সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেবে এবং সব ধরণের সহযোগিতা ও সম্পর্ক জোরদারেও তেহরান প্রস্তুত রয়েছে।

বলিভিয়ায় রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করেছে নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দল মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টি বা এমএএসের প্রার্থী লুইজ আরসে।

২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর বলিভিয়ায় শুরু হয় সহিংস বিক্ষোভ।

এর জেরে এক পর্যায়ে সেনাবাহিনীর চাপের মুখে নির্বাসনে যেতে বাধ্য হন বামপন্থী নেতা ও দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কনজারভেটিভ সিনেটর জেনাইন আনিয়েজ। তবে ওই প্রক্রিয়াকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে মোরালেস সমর্থকরা।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।