মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ
ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে আজও পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে করাচিতে।
সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফ্রান্সবিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।
এর আগেও করাচির মানুষ মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে। আজকের বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফ্রান্সের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইসলাম ও মহানবী(সা.)-কে অবমাননার পক্ষে ফরাসি প্রেসিডেন্টের অবস্থানের পর থেকে প্রায় প্রতিদিনই পাকিস্তানে বিক্ষোভ হচ্ছে। শুধু পাকিস্তান নয় ইরানসহ অন্যান্য মুসলিম দেশেও বিক্ষোভ করছেন মুসলমানেরা।
ফ্রান্সে সম্প্রতি একজন স্কুল শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের বাক-স্বাধীনতা বোঝানোর নামে মহানবী (স)’র জন্য অবমাননাকর কার্টুন দেখায়। পরে ওই শিক্ষককে আবদুল্লাখ আনজোরভ নামে এক ব্যক্তি হত্যা করে।
ওই স্কুল শিক্ষক নিহত হওয়ার পরপরই পুলিশ আনজোরভকে গুলি করে হত্যা করে। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ওই কার্টুন প্রকাশকে বাকস্বাধীনতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।