ভিয়েনা হামলার দায় স্বীকার করলো দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i84388-ভিয়েনা_হামলার_দায়_স্বীকার_করলো_দায়েশ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্প্রতি যে ছয়টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৪, ২০২০ ১৭:৫৩ Asia/Dhaka
  • দায়েশ
    দায়েশ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্প্রতি যে ছয়টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ওই হামলায় চারজন নিহত এবং অন্তত দুই ডজন মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেয়া বার্তার মাধ্যমে দায়েম তাদের এই দায় স্বীকার করে।

আবু দাগান আলবানী নামে এক ব্যক্তি টেলিগ্রামে ওই বিবৃতি দিয়েছেন। এ সময় তার পাশে অন্য একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিয়েনা হামলা

বিবৃতিতে বলা হয়েছে অস্ট্রিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে রাজধানী ভিয়েনায় ভিড়ের ভিতর পিস্তল এবং মেশিনগান নিয়ে দায়েশ হামলা চালিয়েছে।

গত সোমবার ভিয়েনার ছয়টি স্থানে হামলা হয়। এতে কয়েকজন বন্দুকধারী অংশ নিয়েছিল বলে ধারণা করছেন অস্ট্রিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।