আর্মেনিয়ার কাছ থেকে আরো ৭ গ্রাম পুনরুদ্ধাদের কথা জানাল আজারবাইজান
https://parstoday.ir/bn/news/world-i84406-আর্মেনিয়ার_কাছ_থেকে_আরো_৭_গ্রাম_পুনরুদ্ধাদের_কথা_জানাল_আজারবাইজান
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২০ ১১:৩৬ Asia/Dhaka
  • আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
    আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

টুইটার বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সৈন্যরা ‘জিবরাইল’ কাউন্টির ‘মিরাক’ ও ‘কাওদার’ গ্রাম, ‘জাংগিলান’ কাউন্টির ‘মাশহাদি-ইসমাইলি’ ও ‘শাফি-বিকলি’ গ্রাম এবং ‘কাবাদেলি’ কাউন্টির ‘বাশারাত’, ‘কারাকিশলির’ ও ‘কারাচেনলি’ গ্রাম আর্মেনিয়ার দখলমুক্ত করেছে।

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরনো-কারাবাখ অঞ্চলে অপর আট গ্রাম আর্মেনিয়ারে ‘দখলদারিত্ব’ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন।

নাগরনো-কারাবাখে চলছে সংঘর্ষ

২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুইদফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয় নি। অবশ্য, এখনো শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।