রাশিয়ায় একদিনে রেকর্ডসংখ্যক করোনা সংক্রমণ
https://parstoday.ir/bn/news/world-i84440-রাশিয়ায়_একদিনে_রেকর্ডসংখ্যক_করোনা_সংক্রমণ
রাশিয়ায় গতকাল (শুক্রবার) একদিনে রেকর্ডসংখ্যক ২০হাজার ৫৮২ ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে রাজধানী মস্কোয় রয়েছেন ৬ হাজার ২৫৩ জন নাগরিক। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন নাগরিক করোনায় সংক্রমিত হলেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৬, ২০২০ ১৯:৪৩ Asia/Dhaka
  • মস্কোয় করোনা-বিরোধী জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে
    মস্কোয় করোনা-বিরোধী জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

রাশিয়ায় গতকাল (শুক্রবার) একদিনে রেকর্ডসংখ্যক ২০হাজার ৫৮২ ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে রাজধানী মস্কোয় রয়েছেন ৬ হাজার ২৫৩ জন নাগরিক। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন নাগরিক করোনায় সংক্রমিত হলেন।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংশ্লিষ্ট ঘটনায় ৩৭৮ ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৮৮৭ জনে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বলেছে, করোনা সংক্রমণের মাত্রা বাড়লেও নতুন করে লকডাউন দেয়ার কোনো চিন্তা-ভাবনা তাদের নেই। ক্রেমলিন থেকে সাংবাদিকদের জানানো হয়েছে যে, সামগ্রিক পরিস্থিতি উদ্বেগজনক তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “দুর্ভাগ্যজনকভাবে কিছু এলাকায় আমরা করোনাভাইরাসের অবনতি দেখছি। প্রেসিডেন্ট পুতিন বিষয়টি জানেন এবং এ নিয়ে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে।”

ক্রেমলিন বলেছে, পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে এবং রাশিয়া করোনাভাইরাসের মহামারীর প্রাথমিক সময়কার চেয়ে এখন অনেক বেশি ভালো প্রস্তুতি নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬