প্যারিসে সৌদি রাজকুমারীর বাড়িতে চুরি
https://parstoday.ir/bn/news/world-i84461-প্যারিসে_সৌদি_রাজকুমারীর_বাড়িতে_চুরি
ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি রাজকুমারের বাড়িতে বড় রকমের চুরির ঘটনা ঘটেছে। এতে ছয় লাখ ইউরো মূল্যের জিনিসপত্র খোয়া গেছে রাজকুমারীর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২০ ১৭:৪৭ Asia/Dhaka
  • বিশ্বের অন্যতম দামী ব্যাগ
    বিশ্বের অন্যতম দামী ব্যাগ

ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি রাজকুমারের বাড়িতে বড় রকমের চুরির ঘটনা ঘটেছে। এতে ছয় লাখ ইউরো মূল্যের জিনিসপত্র খোয়া গেছে রাজকুমারীর।

সৌদি রাজকুমারী গত আগস্ট মাস থেকে ওই বাড়িতে ছিলেন না। সম্প্রতি তিনি সেখানে গিয়ে দেখেন যে, তার অত্যন্ত দামি ব্যাগ, স্বর্ণালঙ্কার, ঘড়ি, চামড়ার কোটসহ অন্যান্য জিনিসপত্র খোয়া গেছে।

সৌদি রাজকুমারীর নাম প্রকাশ করা হয় নি তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুরির ঘটনায় রাজকুমারী অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে তিনি পুলিশের সঙ্গে কোনো কথা বলতে পারেন নি।

এমনসব দামী ব্যাগ খোয়া গেছে

ঘটনা দৃশ্যে মনে হচ্ছে- চোরেরা কোন রকমের বল প্রয়োগ ছাড়াই বিনা বাধায় ওই বাড়িতে প্রবেশ করেছিল। বাড়িটি রাজধানী প্যারিসের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত।

সৌদি রাজকুমারীর যেসব ব্যাগ চুরি হয়েছে তার এক একটি মূল্য ছিল ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরো পর্যন্ত। এরইমধ্যে প্রসিকিউটররা মামলার কার্যক্রম শুরু করেছেন এবং এটি প্যারিস পুলিশের এন্টি-গ্যাং শাখা তদন্ত করবে।#

পার্সটুডে/এসআইবি/৭