শান্তি চুক্তি সইয়ের জের: আর্মেনিয়ার সরকারে অস্থিরতা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i84771-শান্তি_চুক্তি_সইয়ের_জের_আর্মেনিয়ার_সরকারে_অস্থিরতা_প্রতিরক্ষামন্ত্রীর_পদত্যাগ
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড তুনুইয়ান পদত্যাগ করেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে সেদেশের পত্রিকাগুলো এ খবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের প্রধান উপদেষ্টা বাঘারশাক হারুতিওনিয়ানকে এ দায়িত্ব দেওয়া হতে পারে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২০, ২০২০ ১৬:৪৪ Asia/Dhaka
  • ‌আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
    ‌আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড তুনুইয়ান পদত্যাগ করেছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে সেদেশের পত্রিকাগুলো এ খবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের প্রধান উপদেষ্টা বাঘারশাক হারুতিওনিয়ানকে এ দায়িত্ব দেওয়া হতে পারে।

এর আগে ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এর আগে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।

আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সংক্রান্ত শান্তি চুক্তিতে সই করার পর থেকেই চাপের মুখে রয়েছে পাশিনিয়ানের সরকার। সেদেশের জনগণ এই চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়ে আসছে।

তারা খোদ প্রধানমন্ত্রী পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেছেন। আর্মেনিয়ার প্রেসিডেন্টও সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের পক্ষে কথা বলেছেন।

সম্প্রতি রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ বন্ধে রাজি হয়েছে। দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে নাগার্নো-কারাবাখের দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।