মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া ও চীন: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ এবং চীন পশ্চিমা চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না এবং মার্কিন ও পশ্চিমা মিত্রদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা মেনে নেবে না।
গতকাল (মঙ্গলবার) ল্যাভরভ বলেন, “আমার কোনো সন্দেহ নেই যে, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা পুনর্বহালের চেষ্টা করছে কিন্তু এই ধরনের বিশ্বব্যবস্থা রাশিয়া এবং চীন কখনো মেনে নেবে না।” রাশিয়ার বার্তাসংস্থা তাস এই খবর দিয়েছে।
ল্যাভরভ বলেন, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালুর চেষ্টা করছে। দিল্লি এবং মস্কোর মধ্যকার সহযোগিতা যাতে দুর্বল হয় সেজন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি তারা ভারতকে চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য চাপাচাপি করছে।
ল্যাভরভ স্পষ্ট করে বলেন, রাশিয়া ও ভারতের মধ্যকার প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা বাতিল করার জন্য নয়াদিল্লির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এছাড়া, পশ্চিমা দেশগুলো ভারতকে চীন-বিরোধী যুদ্ধে জড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করছে। এজন্যই তারা ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি চালু করেছে এবং নাটকীয়ভাবে মস্কো-দিল্লির মধ্যকার অংশীদারিত্বকে দুর্বল করার চেষ্টা করছে।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।