আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 24 Dec 2020 00:23:27 GMT )
ডিসেম্বর ২৪, ২০২০ ০৬:২৩ Asia/Dhaka
  • আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আমেরিকাকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মস্কো সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক সাক্ষাতে এ আহ্বান জানান।

রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ওয়াশিংটনের উচিত হবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে এবং প্রতিশোধ নিতে ভুল করবে না। সাক্ষাতে সের্গেই ল্যাভরভ পারস্য উপসাগর, সিরিয়া ও লিবিয়া সংক্রান্ত বিষয়াদি নিয়েও তার কাতারি সমকক্ষের সঙ্গে আলাপ করেন।

এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি বলেন, তার দেশ ইরানের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংলাপ চায়। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টায় কাতার ভূমিকা রাখতে আগ্রহী বলেও তিনি জানান। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাতারের আগ্রহের কথা তুলে ধরেন। #

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ