আর্জেন্টিনায় পৌঁছেছে রুশ ভ্যাকসিন; শিগগিরই প্রয়োগ শুরু
(last modified Sun, 27 Dec 2020 12:55:52 GMT )
ডিসেম্বর ২৭, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka
  • আর্জেন্টিনায় পৌঁছেছে রুশ ভ্যাকসিন; শিগগিরই প্রয়োগ শুরু

খুব শিগগিরই আর্জেন্টিনার জনসাধারণের মধ্যে রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ প্রয়োগ শুরু হবে। সে দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এ কথা জানিয়েছেন।

এরইমধ্যে রাশিয়া থেকে ভ্যাকসিনের চালান সেদেশে পৌঁছেছে এবং বিভিন্ন প্রদেশে বিতরণ শুরু হয়েছে। বিতরণ শেষে আগামী মঙ্গলবার থেকে টিকা প্রয়োগ শুরু করা সম্ভব হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেস গার্সিয়া টুইটারে বলেছেন,ন্যায়সঙ্গতভাবে সারাদেশে টিকা দেওয়া হবে। সরকারের ভ্যাকসিন পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবাকর্মী ও শিক্ষকরা প্রথমে ভ্যাকসিন পাবেন। একইসঙ্গে যাদের বয়স ৭০ বছরের ওপরে, তারাও প্রথম দিকের তালিকায় থাকবেন। দীর্ঘমেয়াদী নার্সিংহোমের বয়স্ক বাসিন্দারাও রয়েছেন প্রাধান্যের তালিকায়।

আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, ২৪ ডিসেম্বর তারা ৩ লাখ টিকার চালান পেয়েছেন। রাশিয়া বিশ্বে সর্বপ্রথম কেরোনার টিকা তৈরি ঘোষণা দেয় এবং এরপর নিজ দেশের জনগণকে সবার আগে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করে। আর্জেন্টিনা অনেক আগেই রাশিয়া থেকে টিকা কেনার ঘোষণা দিয়েছিল।

ল্যাটিন আমেরিকারমেক্সিকো,চিলি ও কোস্টারিকাও করোনার টিকা প্রয়োগ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। #

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ