লাশ দাফনে অস্বীকৃতি: পাকিস্তানের হাজারা শিয়া মুসলমানদের বিক্ষোভ অব্যাহত
(last modified Thu, 07 Jan 2021 12:29:43 GMT )
জানুয়ারি ০৭, ২০২১ ১৮:২৯ Asia/Dhaka
  • লাশ দাফনে অস্বীকৃতি: পাকিস্তানের হাজারা শিয়া মুসলমানদের বিক্ষোভ অব্যাহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে। পাকিস্তান সরকারের আহ্বান উপেক্ষা করে তারা চতুর্থ দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছে।

গত রোববার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় কয়লাখনির কাছ থেকে খুব ভোরে হাজারা শিয়া সম্প্রদায়ের দশটি শিশুকে অপহরণ করে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। পরে তাদের কয়েকজনের মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে হাজারা সম্প্রদায়ের মুসলমানরা লাশ দাফন না করে বিচারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের অবসান ঘটাতে এরইমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার দুই সদস্য কোয়েটায় উড়ে গেছেন এবং তারা কর্মসূচি অবসানের জন্য বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু হাজারা সম্প্রদায়ের লোকজন সরকারের এসব প্রতিনিধির কথায় রাজি হন নি।

তারা এই ধরনের হত্যাকাণ্ডকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে আখ্যায়িত করছেন। একইসঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে ‘খোড়া হাঁসের’ সঙ্গে তুলনা করেছেন। তারা বলছে,ন হাজারা সম্প্রদায়ের নিরাপত্তার জন্য দেশের নিরাপত্তা বাহিনী কিছুই করছে না।

এদিকে, পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটার পোস্টে বলেছেন, এই ধরনের ঘৃণ্য হামলা প্রতিরোধের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেন নি। একই সঙ্গে তিনি নিহত শিশুদের দাফন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। ইমরান খান বলেছেন, “অনুগ্রহ করে আপনাদের প্রিয় শিশুগুলোকে দাফন করুন যাতে তাদের রুহ শান্তি পায়।”#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ