কংগ্রেসের পাশে আগুন; নিরাপত্তা সতর্কতায় বাইডেনের শপথ গ্রহণের মহড়া স্থগিত
https://parstoday.ir/bn/news/world-i86122-কংগ্রেসের_পাশে_আগুন_নিরাপত্তা_সতর্কতায়_বাইডেনের_শপথ_গ্রহণের_মহড়া_স্থগিত
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে যখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তখন সোমবার নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারির কারণে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের মহড়া সাময়িকভাবে স্থগিত করে দিতে হয়েছে। একই সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ শ্বেতাঙ্গ সমর্থকরা আমেরিকার বিভিন্ন শহরের রাজপথে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০২১ ০৬:৪১ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে যখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তখন সোমবার নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারির কারণে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের মহড়া সাময়িকভাবে স্থগিত করে দিতে হয়েছে। একই সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ শ্বেতাঙ্গ সমর্থকরা আমেরিকার বিভিন্ন শহরের রাজপথে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে।

ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, গতকাল (সোমবার) মার্কিন কংগ্রেসের সামনের যে খোলা আঙ্গিনায় শপথ গ্রহণের অনুশীলন অনুষ্ঠিত হচ্ছিল তার উল্টোদিকে রাস্তায় আশ্রয় নেয়া মানুষদের তাবুতে আগুন লেগে গেলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এ সময় কিছুক্ষণের জন্য এই অনুশীলন বন্ধ রাখা হয়।

সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের মহড়ায় অংশ নেন জো বাইডেন

এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দুই দিন আগে নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। গত ৬ জানুয়ারি এই ভবনেই ট্রাম্পের দাঙ্গাবাজ শ্বেতাঙ্গ সমর্থকরা হামলা চালানোর পর পাঁচজন নিহত হ

ক্যাপিটল ভবনের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমেরিকার হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে এরইমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে।

জো বাইডেনের শপথের দিন ট্রাম্পের উগ্র সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ কারণে যুক্তরাষ্ট্রের পুরো ৫০ অঙ্গরাজ্যজুড়েই সতর্কতা জারি করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।