মিয়ানমারে পুলিশের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬, বিক্ষোভ চলছে
https://parstoday.ir/bn/news/world-i88044-মিয়ানমারে_পুলিশের_হামলায়_নিহতের_সংখ্যা_বেড়ে_৬_বিক্ষোভ_চলছে
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলা ও গুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৯:৩৩ Asia/Dhaka
  • মিয়ানমারে পুলিশের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬, বিক্ষোভ চলছে

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলা ও গুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ দাওয়েই, ইয়াঙ্গুন ও মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মারা যান দাওয়েই শহরে। দুজন মারা যান মান্দালয় শহরে এবং একজন ইয়াঙ্গুন শহরে।

১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও  অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমাতে শনিবার থেকে বড় ধরনের ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বহু বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে। এমনকি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলিও ছুড়ছে তারা।

প্রধান শহর ও সাবেক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ গুলি চালায়।

গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করে।

তবে এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার হন সু চিসহ তার দলের শীর্ষস্থানীয় নেতারা। এরপর থেকেই রাজপথে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাসদস্য মোতায়েন ও বলপ্রয়োগের ঘটনা ঘটছে।#

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।