রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন দিয়ে যাবে: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/event-i152968-রাশিয়া_ইরানের_পরমাণু_কর্মসূচিকে_সমর্থন_দিয়ে_যাবে_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে মস্কো সর্বদা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার উপর কোনও বিধিনিষেধ তৈরি করবে না।
(last modified 2025-10-13T12:29:08+00:00 )
অক্টোবর ১৩, ২০২৫ ১৮:২৬ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে মস্কো সর্বদা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার উপর কোনও বিধিনিষেধ তৈরি করবে না।

সোমবার রুশ বার্তাসংস্থা তাস এর বরাত দিয়ে ইরনা জানিয়েছে, সের্গেই ল্যাভরভ আরব দেশগুলির সাংবাদিকদের কাছে জোর দিয়ে বলেছেন: "আন্তর্জাতিক আইন অনুসারে, আমরা ইরানের কাছে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করব।"

রাশিয়ান কূটনৈতিক দফতরের প্রধান উল্লেখ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার পরিকল্পনায় কেবল গাজা উপত্যকার পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। অথচ এ পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের সঠিক পরিস্থিতিও নির্দিষ্ট করা উচিত।

তিনি আজকের শার্ম আল-শেখ বৈঠকে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে মস্কো আশা করে যে বৈঠকটি সফলভাবে এগিয়ে যাবে এবং এর সমস্ত চুক্তি বাস্তবায়িত হবে।

লাভরভ জোর দিয়ে বলেন: "যদিও উভয় পক্ষের (হামাস এবং তেল আবিব) পক্ষ থেকে এখনও এমন বিবৃতি আসছে যা ইঙ্গিত দেয় যে শান্তি এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি অর্জন করা সম্ভব হবে না, মস্কো আশা করে যে আজকের বৈঠক সফল হবে।"

সংবাদ সম্মেলনে এই সিনিয়র রাশিয়ান কূটনীতিক জোর দিয়ে বলেন যে রাশিয়া গাজা উপত্যকার সংঘাত নিরসনের জন্য যেকোনো ফর্ম্যাটে অংশগ্রহণ করতে প্রস্তুত। তিনি বলেন: "যদি শান্তি বৈঠকে অংশগ্রহণকারীরা এই বৈঠকে রাশিয়ার অংশগ্রহণকে প্রয়োজনীয় মনে করে, মস্কো প্রত্যাখ্যান করবে না।"#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।