গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেল হামাস: ফাইন্যান্সিয়াল টাইমস
https://parstoday.ir/bn/news/west_asia-i152896-গাজা_ভূখণ্ডের_নিয়ন্ত্রণ_ফিরে_পেল_হামাস_ফাইন্যান্সিয়াল_টাইমস
পার্সটুডে- গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য হামাসের ক্ষমতা স্বীকার করেছে একটি পশ্চিমা সংবাদপত্র।
(last modified 2025-10-12T13:42:43+00:00 )
অক্টোবর ১২, ২০২৫ ১৫:৪০ Asia/Dhaka
  • • হামাসের পতাকার ছবি
    • হামাসের পতাকার ছবি

পার্সটুডে- গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য হামাসের ক্ষমতা স্বীকার করেছে একটি পশ্চিমা সংবাদপত্র।

ফাইন্যান্সিয়াল টাইমস শনিবার স্বীকার করেছে যে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। পার্সটুডে অনুসারে, এই অঞ্চলগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাজার রাস্তায় হামাস-অনুমোদিত বাহিনী মোতায়েন করা হয়েছে।

গাজার বাইরের একজন হামাস কর্মকর্তা এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে হামাস কখনও গাজা ছেড়ে যাবে না।

আরব মিডিয়া আরও জানিয়েছে যে গাজার বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য হামাস তার প্রায় ৭,০০০ সদস্যের নিরাপত্তা বাহিনীকে ডেকেছে যেখান থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়েছে।

হামাসের এই পদক্ষেপের লক্ষ্য হল ইহুদিবাদী ইসায়েলের সাথে যুক্ত ভাড়াটে সৈন্যদের গাজার পরিস্থিতির অপব্যবহার করা থেকে বিরত রাখা।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।