হামাস ইসরায়েলি বন্দীদের সাথে কেমন আচরণ করেছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i152974-হামাস_ইসরায়েলি_বন্দীদের_সাথে_কেমন_আচরণ_করেছে
পার্সটুডে- গাজা থেকে জীবিত সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইহুদিবাদী সূত্র স্বীকার করেছে যে তাদের সকলের শারীরিক অবস্থা ভালো, অন্যদিকে ফিলিস্তিনি সূত্র থেকে প্রাপ্ত প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা শোচনীয় বলে ইঙ্গিত দেওয়া হয়েছে যারা বছরের পর বছর ধরে ইহুদি দখলদারদের দ্বারা কঠোর নির্যাতনের শিকার হয়েছিলেন।
(last modified 2025-10-15T11:01:00+00:00 )
অক্টোবর ১৩, ২০২৫ ১৯:৫০ Asia/Dhaka
  • হামাস ইসরায়েলি বন্দীদের সাথে কেমন আচরণ করেছে?
    হামাস ইসরায়েলি বন্দীদের সাথে কেমন আচরণ করেছে?

পার্সটুডে- গাজা থেকে জীবিত সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইহুদিবাদী সূত্র স্বীকার করেছে যে তাদের সকলের শারীরিক অবস্থা ভালো, অন্যদিকে ফিলিস্তিনি সূত্র থেকে প্রাপ্ত প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা শোচনীয় বলে ইঙ্গিত দেওয়া হয়েছে যারা বছরের পর বছর ধরে ইহুদি দখলদারদের দ্বারা কঠোর নির্যাতনের শিকার হয়েছিলেন।

পার্সটুডে অনুসারে, ইহুদিবাদী সূত্র নিশ্চিত করেছে যে সোমবার মিশরের শার্ম এল-শেখে গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রথম পর্যায়ের চুক্তি অনুসারে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে দুটি পর্যায়ে রেড ক্রস থেকে হস্তান্তর করা হয়েছে এবং তাদের সকলের শারীরিক অবস্থা ভালো।

এই বিষয়ে, ইহুদিবাদী সরকারের ১৩টি নিউজ চ্যানেল মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের ছবি প্রকাশ করেছে এবং তাদের শারীরিক অবস্থা ভালো বলে মূল্যায়ন করেছে। এছাড়াও, ইহুদিবাদী সরকারের চিকিৎসা সংস্থা নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক রেড ক্রস থেকে প্রাপ্ত সকল ইসরায়েলি বন্দীর শারীরিক অবস্থা খুবই ভালো এবং তারা নিখুঁত স্বাস্থ্যের অধিকারী।

ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার আগে হামাস তাদের পরিবারকে ভিডিও কল করার এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে অবহিত করার অনুমতিও দিয়েছিল মানবিক দৃষ্টিকোণ থেকে। ইসরায়েলি বন্দীদের স্বাস্থ্যের উন্নতি এমন এক সময়ে ঘটেছে যখন মুক্তির আগে ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি বন্দীদের সাথে অমানবিক ও উন্মাদ আচরণের মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এই ভিডিওগুলোতে, যেখানে ফিলিস্তিনি বন্দীদের যন্ত্রণাদায়ক দেহে ইহুদি দখলদারদের নির্যাতনের চিহ্নগুলো দখলদারদের সাথে অমানবিক আচরণ এবং জনমতের সামনে তাদের অপমানের উপর আরও জোর দেয়, তারা চোখ, হাত বন্ধ করে এবং পিঠ বাঁকিয়ে হাঁটছে, এবং ইহুদি সরকারের দখলদার বাহিনী তাদের "বিপজ্জনক সন্ত্রাসী" বলে অভিহিত করছে।

এই সময় ১১,০০০ এরও বেশি ফিলিস্তিনি ইহুদি কারাগারে নির্যাতন, ক্ষুধা এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছে। মানবাধিকার প্রতিবেদন এবং ফিলিস্তিনি ও ইসরায়েলি গণমাধ্যমের মতে ইহুদি সরকারের কারাগারের অপর্যাপ্ত অবস্থার কারণে তাদের অনেকেই শহীদ হয়েছেন।

এদিকে, এই মানবাধিকার সংস্থাগুলার মতে অপারেশন আল-আকসা ঝড়ের পরে ফিলিস্তিনি বন্দীদের জন্য উপচে পড়া ইহুদি কারাগারের অবস্থা আরও ভয়াবহ এবং বিপজ্জনক হয়ে উঠেছে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা বর্ণনা করেছেন যে এই কারাগারে তাদের বিভিন্ন উপায়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং তারা আরও বলেছেন যে ইহুদিবাদীরা তাদের চিকিৎসা সেবা এবং পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত করেছে।

তবে, ফিলিস্তিনি সংবাদ সূত্র জানিয়েছে যে দখলদার কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য ফিলিস্তিনি বন্দীদের তালিকায় অনেক অস্পষ্টতা রয়েছে এবং ইহুদিবাদী সরকার চুক্তির বিপরীতে তালিকাটি হেরফের করেছে এবং গাজা প্রতিরোধের কিছু বিশিষ্ট ব্যক্তির মুক্তি রোধ করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।