বৈঠক করলেন ইরান ও পাকিস্তানের নৌ কমান্ডার; আঞ্চলিক সহযোগিতা জোরদার
https://parstoday.ir/bn/news/world-i89644-বৈঠক_করলেন_ইরান_ও_পাকিস্তানের_নৌ_কমান্ডার_আঞ্চলিক_সহযোগিতা_জোরদার
পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাক্কুরের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৫, ২০২১ ১৬:০৪ Asia/Dhaka
  • বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের নৌবহর
    বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের নৌবহর

পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাক্কুরের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় তারা সামরিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

ইরানের নৌবাহিনীর 'অঞ্চল-এক' এর কমান্ডার এ সময় বলেন, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। এটি দুই দেশের নৌবাহিনীর যৌথ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা নৌ বাণিজ্যের ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন- দুই দেশের নৌবাহিনী তথ্য ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে যেসব বৈঠক ও প্রশিক্ষণ তৎপরতা চালিয়েছে তা থেকে এ বার্তা স্পষ্ট যে, হরমুজ প্রণালী ও ভারত মহাদেশের উত্তরে কৌশলগত শান্তি ও নিরাপত্তা কেবল এই অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।  

এ সময় পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল আসিফ বলেন, নৌবহর আসা-যাওয়ার মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। এ ধরণের সফর দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে সহায়তার পাশাপাশি শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করছে।

গত ৩ এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনীর দু'টি জাহাজ। #

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।