আমেরিকায় বহু দিন ধরেই ন্যায়বিচার নেই: কংগ্রেস সদস্য ইলহান ওমর
https://parstoday.ir/bn/news/world-i89648-আমেরিকায়_বহু_দিন_ধরেই_ন্যায়বিচার_নেই_কংগ্রেস_সদস্য_ইলহান_ওমর
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর সেদেশের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বহু দিন ধরেই মার্কিন সমাজে ন্যায়বিচার নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২১ ১৮:০৪ Asia/Dhaka
  • ইলহান ওমর
    ইলহান ওমর

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর সেদেশের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বহু দিন ধরেই মার্কিন সমাজে ন্যায়বিচার নেই।

সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। ইলহান ওমর আরও বলেছেন, ৮ মিনিট ৪৬ সেকেন্ডে জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে। কিন্তু এর আগে অসত্য তথ্য তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল ৯ মিনিট ২৬ সেকেন্ডে তার মৃত্যু হয়েছে।

এ সময় তিনি বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল ও অন্য অ্যাটর্নিদের প্রতি তার আস্থা আছে। তবে জর্জ ফ্লয়েডের আইনজীবীর সঙ্গে আদালতের আচরণের নিন্দা জানান তিনি। ইলহান ওমর আরও বলেন, ফ্লয়েডের বিচার প্রক্রিয়া মার্কিন সমাজের অনেক অন্যায়কেই সবার সামনে স্পষ্ট করে দিচ্ছে।  

২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার দেরেক।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।