ইরানবিরোধী লবিংয়ের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন মোসাদ প্রধান 
https://parstoday.ir/bn/news/world-i89806-ইরানবিরোধী_লবিংয়ের_জন্য_আমেরিকা_সফরে_যাচ্ছেন_মোসাদ_প্রধান
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আগামী কয়েকদিনের মধ্যে  আমেরিকা সফরে যাচ্ছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লবিং করার জন্য তিনি এ সফর করবেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২১ ১৮:৪৫ Asia/Dhaka
  • সরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন
    সরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন

ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আগামী কয়েকদিনের মধ্যে  আমেরিকা সফরে যাচ্ছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লবিং করার জন্য তিনি এ সফর করবেন। 

২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য যখন ইরান এবং গুরুত্বপূর্ণ পাঁচ দেশ নতুন করে প্রচেষ্টা শুরু করেছে তখন ইসরাইলের গুপ্তচর সংস্থার প্রধান আমেরিকা সফরে যাচ্ছেন।

ইসরাইলের চ্যানেল-১৩ টেলিভিশন  গতকাল (বুধবার) এক প্রতিবেদনে জানিয়েছে,  ইয়োসি কোহেন ওয়াশিংটন সফররে সময় হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আমেরিকা সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যে, কোহেন ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে ইসরাইল। সম্ভাব্য এই বৈঠকে কোহেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের দাবিকৃত কিছু তথ্য প্রমাণ তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। আমেরিকা  যাতে পরমাণু ফিরে না আসে তার জন্য ইসরাইল এই তৎপরতা চালাচ্ছে।  

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিলেন কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার আগে থেকেই বলছেন যে, তিনি আবার পরমাণু সমঝোতায় ফিরতে চান।  বিষয়টি নিয়ে ইসরাইল একরকমের অস্বস্তিতে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮