প্রেসিডেন্ট দৌড় থেকে হিলারি সরে যেতে পারেন: মার্কিন সাবেক স্পিকার
(last modified Fri, 13 May 2016 07:21:02 GMT )
মে ১৩, ২০১৬ ১৩:২১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট দৌড় থেকে হিলারি সরে যেতে পারেন: মার্কিন সাবেক স্পিকার

মার্কিন সাবেক স্পিকার জন বোহেনার বলেছেন, প্রেসিডেন্ট দৌড় থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সরে যাওয়ার সম্ভাবনা আছে। বোহেনার জানান, ইমেইল কেলেঙ্কারির কারণে হিলারি সরে যেতে পারেন এবং তার স্থলাভিষিক্ত হতে পারে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

লাস ভেগাসে এক সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন। বোহেনার বলেন,  ২০১৬’র প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য উচিত হবে বাইডেনকে প্রার্থী করা ।

হিলারির জায়গায় বাইডেনকে রাতারাতি দাঁড় করিয়ে দেয়া হলে তিনি বিস্মিত হবেন না বলে জানিয়েছেন বোহেনার।

নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গেও কথা বলেন তিনি। বোহেনার বলেন, যারা মনে করছেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবেন তাদেরকে ধৈর্য ধরে শেষ দেখার জন্য অপেক্ষা করা উচিত।

গত বছর মার্কিন কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন বোহেনার।#

মূসা রেজা/১৩

ট্যাগ